রাজ্যের রাজা হওনি বলে দুঃখ করো নাকো,
তোমার দেহে তুমিই রাজা, বাস্তবতা মানো।
মন্ত্রণালয় মাথা তোমার, অংগ সকল প্রজা,
ন্যায়ের শাসন চালাও যদি তুমিই সফল রাজা।
বিবেক তোমার উপদেষ্টা সত্য কথা বলে,
তার কথাটাই মেনে চালাও, অন্য কিছু ফেলে।
পা দুখানা শাসন করে, শক্ত হয়ে দাঁড়াও,
বাঁকা, চোরা পথ ছেড়ে, সরল পথে হাঁটাও।
দুখানা হাত, দুবাহুবল ন্যায়ের কাজে লাগাও,
রুখে দিতে অন্যায়কে হাত দুখানি চালাও।
মুখকে বল, সামলে চল, মিথ্যা যদি বলো,
ঠোঁট দুখানা সেলাই দিয়ে বলবে এবার বল।
চোখ দুটিকে বন্ধ রাখ দেখলে খারাপ কিছু,
সত্য ন্যায়ের পথটি চিনে চলবে পিছু পিছু।
আযান শুনে দু'কানেতে মসজিদ পানে যাবে,
শীতল হবে হৃদয় তোমার আল্লাহর দিদার পাবে।
বিরোধী দল তোমার দেহে আছে ছয়জনা,
কুমন্রণা দেয় দিবানিশি, নিত্য আনাগোনা।
শক্ত হাতে দমন দিবে, নয়তো তোমার রাজ্য যাবে
হবে ব্যর্থ রাজা।
তোমার বাড়ির সকল রাজা ন্যায় প্রতিষ্ঠা করে
সংঘবদ্ধ হলে তখন যুক্তরাষ্ট্র হবে।