বাথরুমে যাওয়ার পথে
ডাইনিং টেবিলে হঠাৎ চোখে পড়ে,
টসটসে পাকা বরই গুলো ড্যাবড্যাব করে
তার দিকেই তাকিয়ে আছে ।
কে রেখেছে জানে, তাইতো মুশকিল,
যার সাথে গোলমাল
তার ফল খায় কি করে।
না সিদ্ধান্ত পাকা, খাওয়া যাবে না।
সিদ্ধান্ত যাই হোক ,
চোখদুটি লোলুপ, জিভে জল গড়িয়ে আসে।
বদ্ধ সংকল্প নিয়ে, বাথরুম থেকে ফিরে,
অবাক, আবার একই দৃশ্য চোখে পড়ে,
খুব রাগ হয়, কেন ডাইনিংটা
আমার রুমের সামনেই হবে?
যাক দেখা যাক, জিভের জল যতই
গড়িয়ে যাক, খাওয়া সম্ভব নয়,
কেবলি গত রাত, হয়নি বেশী সময়
আমার পিঠের ব্যথা এখনো যায় নি,
আমিও দিয়েছি ধাক্কা,
পড়ে গিয়ে ব্যথা পেতে পারে হয়তোবা।
সবখানেই খবরদারি মেনে নেয়া যায় না,
আমিও বড় হয়েছি।
ভাবতে ভাবতে অবাক, একি কাণ্ড,
কখন সে ডাইনিংয়ে চলে এলো?
যাক ভালই হল,
দেখি তো বরই মালিক কি করে?
আহ! একি, সে তো ঘুমে নির্বিকার
ব্যাস, গপাগপ, কে বলেছে খেতে নেই?
এ যে আমার শাশ্বত অধিকার।