মানো না মানো, দ্বিধা নেই কোন
মরণ তোমার হবে, মরণের পরে কী হবে?
বিশ্বাস অবিশ্বাস মাঝে নেই কোন অবকাশ
৫০+৫০=১০০ সমান ভাগে ভাগ।
একভাগে তোমাকে থাকতে হবে,
কোন ভাগ নিবে?
যে ভাগে আল্লাহর কোরআন থাকে,
যে ভাগে আল্লাহর রাসূল থাকে।
যে ভাগে আল্লাহর ভালবাসা থাকে,
যে ভাগে নামাজ-রোজা, থাকে মুসলমান।
যে ভাগে তোমার কবর হবে টুকরা জান্নাত,
অনন্তকাল জান্নাতে রবে আবাদান আবাদান।
সে ভাগ নিবে? নাকি অন্য ভাগ?
যে ভাগে দুনিয়ায় ভোগবিলাস,
যে ভাগে আরাম আয়েশ, বসবাস করে শয়তান।
যে ভাগে অভিশপ্ত ইহুদি আর বিভ্রান্ত খ্রীষ্টান।
যে ভাগে থাকে যত মুশরিক বেঈমান।
যে ভাগে কঠিন হবে মৃত্যু যন্ত্রনা,
যে ভাগে কবর হবে জাহান্নামের ঠিকানা।
চিরস্থায়ী হবে তুমি জাহান্নামের বাসিন্দা।
হে মুসলমান তোমার জন্য দু'টো অপসান,
একটা নিতে হবে জান্নাত নাকি জাহান্নাম
মহান আল্লাহ দিয়েছেন ক্ষমতা তোমার
সিদ্ধান্ত নেবার,
কোনটা নিবে?