ছোট্ট পাখি টুনটুনি,
ঝোপের ধারে বাসা,
সারাটাদিন কিচিরমিচির,
জানেনা তো ভাষা।
জানালা দিয়ে খুকুমণি
ডাকে আদর করে,
সোনা পাখি টুনটুনি
এসো আমার কাছে।
চকলেট চুইংগাম
দেবো যদি চাও,
রসমালাই আইসক্রিম
দিতে পারি তাও।
ছোট দাদা স্কুলে
আসতে অনেক দেরি,
চাও যদি লাটাই ঘুড়ি
তাও দিতে পারি।
সারাটা দিন টুনটুনি
তুই ঘুরিস গাছে গাছে,
শুয়ে শুয়ে একা ঘরে
সময় তো না কাটে।
মা গেছে সেই কবে হলো,
ফিরে তো না আসে,
সবাই বলে গেছে নাকি
হাজার তারার দেশে।
হাজার কোটি তারার মাঝে
কোথায় তোমার বাসা,
আঁধার রাতে চেয়ে থাকি
পাইনা তোমার দেখা।
আসবে কবে নিয়ে যাবে
মাগো তোমার কাছে,
দুনিয়াতে কেউ নেই যে
একটু আদর করে।