সময় কাউকে ক্ষমা করে নাকো,
চলে আপন গতিতে
সময়ের সাথে চলতে হয়,
সময় কাউকে নেয় না তুলে
সময়ের মূল্য বুঝে নিজেকে তুলে ধরো সময়ের শ্রোতে
সময় নিজ গুনে পৌঁছে দিবে তোমার গন্তব্যে।
সময়ের কাজ সময়ে কর,
অসময়ে পারবেনা মাথা কুঁড়ে,
সময়ে অবহেলে না করলে সিদ্ধি সাধন
বৃথাই হবে তোমার অসময় কাঁদন,
নিষ্ফল হবে তোমার মানব জনম, রাখিও স্মরণ।
অতিত চলে গেছে কী হবে অযথা ভেবে?
ভবিষ্যত কী হবে পাগল হয়ো না ভেবে ভেবে,
কী হবে ভবিষ্যতে সময় বলে দেবে।
সময়ের দোলায় চাপিয়ে নিজেকে,
কান পেতে শুন সময় কী বলে।


১৩ সেপ্টেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া