রিটায়ার করেছি সবে, বছর হয়নি
স্বল্প বেতনের ছাপোষা কেরানী।
১০-৫টা নেই অফিসে যাবার তাড়া,
সময়ের অভাবে চিন্তার পাতা গুলো ছেঁড়া ছেঁড়া,
আজি বসি নিরিবিলি, করি একফালি,
চেষ্টা করিতেছি একটি সূতোয় গাঁথা।
রিভার্স হয়ে ফিরে গেছি সেই ঘুড়ি উড়ানোর কালে,
ধানের ক্ষেতে দৌড়ে ফিরেছি সুতোর প্রান্ত ধরে।
ওড়ে নাই বলে দুমড়ে ফেলেছি
পিষিয়া পায়ের তলে।
উদোম হয়ে সাঁতার কেটেছি,
আষাঢ়ের ভাসা জলে।
প্রকৃতির টানে সময় কেটেছে
প্রকৃতির কোলে কোলে,
পড়াশোনা তাই হয়নিকো ভাই,
টেনেটুনে এন্ট্রান্স না কী বলে।
চাকরীর বাজারে কেরানীগিরী তাই
জুটেছিল কপালে।
আজি সরকার আমায় অবসর দিয়েছে,
বয়স হয়েছে তাই,
সংসার আমায় বর্জন করেছে,
আমার প্রয়োজন নাই।
সামান্য কিছু পেনশনের টাকা,
কুক্ষিগত করে রেখেছি নাকি তাই,
ছেলে মেয়ে জামাইদের নিত্য আনাগোনা
ন্যায্য পাওনা তাদের বুঝে নিবে তাই,
এখানে ওখানে কানাঘুষা, চলছে সর্বদাই।
এত আদরের সংসার আমার,
ত্যাজি নাই কোন কালে,
আজি সংসার আমায় ত্যাজিছে সদাই,
এই ছিল মোর ভালে।
আমি তৃতীয় শ্রেণীর রিটায়ার্ড কর্মচারী।
জীবন সয়াহ্নে আজি বসি একাকী
হিসাবের খাতায় দেখি সবই শুন্যময়।