আমাকে দেখে না হাসলেও
মুখ গোমড়া করো না বাংলা কবিতা,
তোমাকে হাসাতে,
সাত সাগরের জল সেচে
মুক্তা আনতে পারবোনা।
আমরা ডোবার ছাপোনা।
ডোবার জলে নাচি গাই,
ডোবার জলেই থাকি,
সাগর সেচা দুরে থাক,
চোখের জলেই ভাসি।
তবে চেষ্টাতো করি,
রাত জেগে কাগজ ছিড়ি,
রাগ করে কলম ভাঙ্গি,
আরও কত কী।
সব পন্ডশ্রম, হবে কি।
ভালো না হলেও, মন্দতো করেছি,
সেটাই জানানো হোক
সান্তনা পাব, কিছু তো পেয়েছি।