সমাজের দীর্ঘ পরিসরে
নিজেকে তুচ্ছ ভেবে থেকনা নির্বিকারে।
সমাজ তোমারই পানে চেয়ে আছে।
বিশাল বালুকাবেলায়
একটি বালুকনার অস্তিত্ব মিথ্যা নয়।
তেমনি তোমার ছোট্ট ভুমিকা
সমাজ উন্নয়নের বাইরে কখনো নয়।
নিজেকে কেন ছোট করে ভাবো,
সৎ কাজ করো বিশ্বাস রাখো
একথা মিথ্যা নয়,
তোমার ভুমিকায় থেকেই তুমি
সমাজ বদলাতে পারো।
কে কী করলো তা না ভেবে,
সহযোগিতা আর সদভাব নিয়ে
নিজ কাজ করে যাও সৎ নিয়তে।
দেখবে নিশ্চিত তোমার জায়গা
একদিন আলোকিত হবে।
সে আলোক তোমার প্রতিবেশী হয়ে
ছড়িয়ে যাবে সমাজের মাঝে।
তোমার দ্বারাই সমাজ পরিবর্তন হবে।
নষ্ট জীবকোষ যখন নিজেকে শত্রু ভেবে
অবলিলায় নিজেকে ধ্বংস করে
বিশাল শরীরে তখন বিপর্যয় নেমে আসে,
একটি কোষের সম্বিত ফিরাতে পারলেই
ক্যান্সার জয় হবে।
সৎ নিয়তের সৎ কাজ, ভেব না বিফলে যাবে,
বিশ্বাস রাখো,
দ্বীগুণ প্রতিদান নিশ্চত ফিরে পাবে।
পরবর্তী প্রজন্ম তোমার সুস্থ সমাজ পাবে।