সপ্ত আকাশ সপ্ত জমিন সৃজিয়া ছয় দিনে
সপ্তম দিনে সমাসিন হলেন আরশে আজীমে
মানব সৃজিলেন তারও পরে ইবাদতের ত্বরে
ঘোষণা দিলেন ফেরেশতা কূলে সেজদা কর আদমেরে
সকল ফেরেশতা করিল সেজদা আল্লাহর হুকুমে
দুরাচার ইবলিস না করে সেজদা মরিল অহং বোধে।
জিজ্ঞাসিলেন প্রভু কেন ইবলিস সেজদা করিল না তাকে।
বলিল ইবলিস আত্মম্ভিরতা ভরে,
আগুনের তৈরি আমি উত্তম, করি অনুজ্ঞান
সেজদা করিনা মাটির আদমেরে।
বলিলেন প্রভু আজি হতে তুমি হলে অভিশপ্ত
বিতাড়িত হও দুনিয়াতে যাও বেহেশতের দুয়ার বন্ধ।
দুষ্টু শয়তান বলিল ইয়া রহমান, তোমার ইবাদত
করিয়াছি যত, চাইনা ফেরৎ,
বিনিময় দাও আমায় হায়াত কিয়ামততক।
যার তরে আমি বেহেশত হারালাম ছাড়িবনা তাকে
বিভ্রান্ত করে দোযখে নিব, সঙ্গি করিব তাকে।
বলিলেন প্রভু দুর হয়ে যাও কর তোমার যা খুশী,
বান্দা আমার পাহাড় সমান গোনাহ করে যদি
ক্ষমা চায়, ক্ষমা করি আমার রহমতে লইব টানি।
সেই সে রহমত সর্বদা বিরাজে,
থাকতে সময়,
ক্ষমা চেয়ে নাও, নিষ্পাপ রবে কিয়ামতের ময়দানে।