সোনামণি সাদিয়া,
ঘুম ভাঙ্গে কাঁদিয়া,
ভাত খাবে না, মাছ খাবেনা,
দুধ সে শুধু খাবে,
কারো কাছে যাবে না সে,
সামনে পেলে মাকে।
মুক্তা ঝরায় হাসি দিয়ে,
কেঁদে জায়গায় পাড়া,
কাদার শুরু জানে শুধু,
জানে না সে থামা।
নষ্ট করে এটা ওটা,
যায়না কিছু বলা,
বায়না ধরে রাতদুপুরে
দিতে হবে কলা,
নাঈম যে তার বড় ভাই
পাত্তা দেয় না মোটে,
নাঈম মেরেছে অকারণেই
নালিশ করে মাকে।
কম্পিউটারে বসলে কেহ
বসবে গিয়ে কোলে,
গান চালাতে হবে তখন
অন্য কিছুই নহে,
কলম দিয়ে আঁকিবুকি
সারাক্ষণই করে,
বোঝেনা কেউ বাংলা বই
কোন ভাষাতে পড়ে।