একদিন যেদিন আসবে সেদিন
তোমার আঙিনায়
ফিরিয়ে দিতে পারবে না তো
কোন উসিলায়।
শান শওকত জারিজুরি
চলবেনা আর বাহাদুরি
মিথ্যা হবে ছলচাতুরি
টুটি চেপে ধরবে তোমার
যেতে তোমায় হবে।
নতুন কাপড় ঘোমটা মুড়ে
চার বেহারার পালকি চড়ে
নতুন বাড়ি যাবে তুমি
খালি দু'খান হাতে ।
সবকিছুই তো পড়ে রবে
কে যাবে তোর সাথে ?
সাথে যাবে ঈমান-আমল,
কতটুকু আছে?
তাইতো বলি সব ছেড়ে দে
দুনিয়াদারি মিছে
ক্ষমা চেয়ে খোদার কাছে
এখনো দিন আছে।