বিধাতার অপার মহিমা
তোমাকে আমায় করেছেন দান,
নেই কোন প্রতিবন্ধকতা
তোমাতে আমার অবাধ বিচরণ।
তুমি আমার একান্ত আমার,
তোমার আমার মাঝে নেই কারো
কোন অধিকার।
সকাল বিকাল সাঁঝ, কিংবা নিশুতি রাত
তুমি আমি মিলে মিশে হই একাকার,
নেইতো কারো জানার অধিকার।
ইচ্ছে হলেই তোমাকে নিয়ে ছুটে যাই
সাগর পাড়ে, বালুকাবেলায় আনমনে হাঁটি,
ঢেউয়ের ফনা ঝাপটে ধরে
সাঁতার কাটি নীল সাগরের জলে,
কিংবা কোন কাজল কালো ঝিলে
ছোট্ট ডিঙিতে, পা ভেজাই দুলিয়ে দুলিয়ে।
ইচ্ছে হলেই ছোট হয়ে যাই,
বাবার কোলে বসে
এটা চাই ওটা চাই বায়না শুনাই।
দুষ্টুমি ভরা মুখখানি নিয়ে
মায়ের আঁচলে লুকাই।
তোমাকে নিয়ে ছুটে যাই আমি দিকদিগন্তরে
পাহাড়-পর্বত ঘন জঙ্গল, মরা নদীর সোতা,
কি়ম্বা গাছের আগায়, চিলের বাসায়,
যখন ইচ্ছা করে যাহা।
নেইতো কোন মানা।
তোমাকে নিয়ে ছুটে যাই আমি গ্রহ গ্রহান্তরে
চন্দ্র-সূর্য, মঙ্গল, গ্যালাক্সী, ছায়াপথ
যেখানে ইচ্ছা করে।
বেহেশত নসীব হবে কিনা জানিনা
শুনেছি যা কোরআন এর বর্ণনা
বেহেশতেও সেদিন ঘুরে এসেছি দুজনা,
সারি সারি সাজানো কুশনে
হেলান দিয়ে বসেছি দুজনে
মুখে বলেছি সালামান সালামা।
বন্ধু মহান বিধাতার দান
আমায় ছেড়ে যেও না
হে আমার একান্ত চিন্তা।