গৌরব, অহংকার! সে তো নয় জানি
তোমার অধিকার।
তবে কেন মিছে, কোন দুঃসাহসে,
কর টানাটানি
একান্ত অধিকার যার মুকুট খানি?
কিসের গৌরব তোমার, কিসে অহংকার?
জানো নাই কি জন্ম ইতিহাস তোমার ?
কোথায় ছিলে, কিভাবে এলে,
দুদিন পরে কোথায় রবে অস্তিত্ব তোমার?
বিস্তীর্ণ জমিন, কতটুকু জায়গায়
তোমার অবস্থান?
সীমাহীন আসমান, কতটুকু উচ্চতায়
তোমার দালান?
মহা সুন্দরী তুমি, তুমি বীর্যবান
আর নয়তো শিল্পপতি, বিপুল অর্থবান
তোমার সৌরভ গৌরব আজ দিগ্বিদিক
তুলেছে তুফান।
ভাইরাল হয়েছে কীর্তি তোমার
তুমি সেলিব্রেটি
লক্ষ কোটি ফ্যান ফলোয়ার।
তাই তো তোমার এত অহংকার।
অন্ধ তুমি থামিয়ে তোমার রথ,
ফিরে তাকাও একবার
তোমার পূর্বপুরুষ কোথায় আজি
পিছে নেই কেউ, বন্ধ হয়েছে দ্বার।
সাধ্য নয় তোমার সীমাহীন চলার।
তবে তোমার কিসের অহংকার?
দুনিয়ায় এসেছো দুদিনের তরে
মাটির তৈরী মানুষ
মাটিই হবে তুমি দুদিন আগে
নয়তো দুদিন পরে ।
মাটির থাকেনা কোন অহংকার।
তাইতো বলি ছাড়োরে মন মিছে অহংকার
রাজি হবেন মহান আল্লাহ
জগত তোমাকে স্মরিবে নিশ্চয়
তোমার মরনের পর।