বন্দিনী


অচলয়াতনের তিমির ভেদিয়া
শৃঙ্খলিত হিয়া
বুকে জাগে জীবন চাঞ্চল্যে মুখরিত
জনপদ তৃষা।
আষ্টেপৃষ্টে বাঁধা পড়ে
নিদারুণ কর্তব্যবোধে।
অশ্রুবানে ভাসিয়ে নদী
বেদনা ভাসাতে চাহে।
অশ্রু শুকিয়ে নয়নে আজি
রক্ত গঙ্গা বহে।
অযোগ্য প্রকাশ ব্যাথা
গুমরি গুমরি বাজে।
কী যন্ত্রণা তার অন্যে
বুঝিবে কিসে।
হৃদয় যন্ত্রে ঘুন ধরে আজি,
অকালে পড়িছে ঝরি।
প্রভু দয়াময় খুশি যদি হয়
শৃঙ্খল মোরে বেড়ে,
জীবন বাজি রাখিতে আমি
প্রস্তুত তাহা পূরণে।