নামাজ না পড়লেও ঈমান আছে
ইদানিং কথাটা শুনা যায় কিছু লোকের মুখে
বোকার হদ্দ কথাটা রপ্ত করেছে
ঈমানের সঙ্গা না জেনে।
ভাত খেলে ক্ষুধা মিটে আছে সকলের জানা
জেনে বসে আছো, ভাত খেলে না
মিটবে তোমার ক্ষুধা?
পানি পানে তৃষ্ণা মিটে শুনে লোকমুখে
পানির বোতল হাতে নিয়ে জপতে থেকে
মিটবে কি পিপাসা?
তেমনি তুমি কালেমা পড়ে ঈমান এনেছ মুখে
ঈমানের দাবী পূরণ না করলে
ঈমান থাকে কি করে?
মুসলমান হয়ে নামাজ পড়না
হাদিসে তোমার সঙ্গা আছে
মুনাফিক তুমি তোমার স্থান নিশ্চিত দোযখে।
মুসলিম ভাই সকলের কাছে মিনতি করজোড়ে
ঈমানের দাবী নামাজ পড়ে ঈমান ঠিক কর আগে।