বন্ধু, করি আশা হত, যেতে উদ্যত
রুধিতে পারিবোনা জানি, তাই মর্মাহত।
অমোঘ নিয়তা অলংঘিতে, বার্তা এসেছে তার
যেতে হবে, এস, সময় হয়েছে যাবার।
যা কিছু তোমার ছিল আপনার,
করিয়া উজাড় প্রস্হানোদ্যত, ত্যাজি অধিকার।
সময় হয়েছে পার, যেতে হবে এবার।
হৃদয়ক্ষরণে রুধির ঝরুক,
অশ্রু বন্যায় তুফান উঠুক
বিধির বিধান, তব প্রস্থান গতানুগতিক ব্যাপার।
আজ যাবে তুমি, কালকে আমি
পরশু আছে যে যাবার।
কাজেই দুঃখ করিনা আর, যেতে হবে সবার।
কিন্তু বন্ধু স্মরণে নিও, অনুরোধ আমার,
নতুন পরিবেশে প্রয়োজন হবে কী তোমার।