নিত্য হেথা অহরহ ঘটে ঘটন অঘটন ,
কয়জনে তা মনে রাখে, কতক্ষণ?
রাখলেই কী হয়, বিচিত্র কিছু নয়
কেনই বা মনে রাখতে হবে।
ঘটার যা থাকে ঘটবেই সে তো,
তাতে কার কীবা যায় আসে,
কোন কিছুই বিচিত্র তো নয়।


তুচ্ছ কারণে নিত্য ঘরে ঘরে কত প্রাণ ঝরে,
খুনখারাবি, বিষপান, আত্মহত্যা করে,
যৌতুকের দায়ে বধু বলি, ধর্ষণ করে হত্যা
পরকীয়ার জোয়ার কে রুধিবে আর
প্রতিবেশীর কালচার।
স্বাভাবিক সবই নৈমিত্তিক ঘটনা,
অহরহ ঘটছে শুনি
জনগণ আর চমকে ওঠে না।
বিচিত্র কিছু না।


ডাকাত-পুলিশের বন্দুক যুদ্ধ
রাতের অন্ধকারে
রাতারাতি কেউ গুম হয়ে রয়
কেউ তো তা না জানে।
এসব খবরে জনগন আর
দিশেহারা নাহি হয়,
সবই স্বাভাবিক, বিচিত্র কিছু নয়।


লঞ্চে আগুন কিংবা ধাক্কায় ডুবি,
বাস ট্রাকের সংঘর্ষ মুখোমুখি।
নিতান্তই দুর্ঘটনা
জনগণের নার্ভ শক্ত আজি
হার্টফেল করে না।


গ্যাস বিদ্যুতের ওভার বাউন্ডারী আর
সয়াবিনের ডাবল সেঞ্চুরি
প্রতিযোগিতা এযে দেখাতে বাহাদুরি।
জ্বালানী তেল দেখাল কী খেল
উইকেটে টিকে থাকা
বাস মালিকেরা সবাসি দিল, বাহবা বাহবা।


জনগণ খালি দেয় হাততালি মুল্য উন্নয়ন
মাস্কের আড়ালে মুখ লুকিয়ে করে
অশ্রু সম্বরণ।