তোমার অপেক্ষায় বসে ছিলাম ঠাঁয়
সেই সকাল হতে,
অথচ তুমি এলে দীর্ঘ অপেক্ষার পরে
নিস্পন্দন এক বিকেলে।
আকাশে বাতাসে হিল্লোল তুলে
স্বকীয় মহিমায় দৃঢ় পদক্ষেপে
সৌরভে ছড়িয়ে দিলে অদ্ভুত এক চঞ্চলতা
হৃদয়ের কূলে কূলে।
শেষ বিকেলে হাসল হৃদয়
না পাওয়ার বেদনা ভুলে।
হৃদয়ে আমার এত শুন্যতা
কোথায় ছিল জানা ছিল না
পরশে তোমার পূর্ণ হল কানায় কানায়
হৃদয়ে আবার আসলো জোয়ার
এই অবেলায়।
দুপুরের রোদে পাপড়িগুলো
পড়েছিল সব নেতিয়ে
তব সিঞ্চনে শিহরিত হয়ে
তাকালো আবার চক্ষু মেলে
ধুলার মাটিতে পড়েছিল অবহেলে
ধন্য আজি তব শীতল আচলে।
ধন্য আমি ধন্য বন্ধু ধন্য মোর হৃদয়
নবো উদ্যমে উত্তাল আজি
নব উন্মাদনায়।
শুভ হোক শুভ হোক তব পদার্পণ
ফুলে ফুলে ভরে উঠুক তোমার জীবন।
তোমার পথের পাঁচালী পড়িয়া
জানুক বিশ্ববাসী
তোমার আগমণ শুধুই ব্যতিক্রম, নহে পরম্পরা,
তোমার মহিমায় দিয়েছে ধরা
অপূর্ব মিলন জান্নাত হতে আসি।।