দুরন্ত শিশুকালে স্কুল ফাঁকি দিয়ে
বেলা-অবেলায়
দিগন্তজোড়া খোলা মাঠে
ঘুড়ি ওড়ানোর অভ্যাস ছিল আমার,
নেশা বলা যায়।
ঘুড়ির দিকে চেয়ে থাকতে থাকতে
জানিনা কখন মনের অজান্তে,
আকাশের নীল আমার
পছন্দের রং হয়ে যায়।
দিনে দিনে সে নীল আমার
বয়সের সাথে সাথে
নিত্য পোশাকে, বইয়ের মলাটে
কিংবা সাদা খাতায় প্রভাব ফেলে যায়।
নীল আমার নিত্য সঙ্গী হয়ে যায়।
তারপর, কেটে গেল কতটা বছর,
মনেই রাখিনি।
খোলা আকাশ দেখার সাধ জাগেনি।
মাঝে মাঝে দেখেছি আকাশে
কালো মেঘের ছোটাছুটি,
প্রচন্ড ঝড় আর বিদ্যুতের ঝলকানি।
দুরন্ত প্রকৃতি তান্ডব শেষে
শান্ত হলে চেয়ে দেখি হায়,
সাজানো কুটির আমার ভুমিতে লুটায়।
চারিদিকে চেয়ে অবাক বিস্ময়,
আকাশী নীল কেন এত গাঢ় দেখায়?
শুনেছি ব্যথা নাকি নীল বরণ হয়।
জানিনা আমি কেন আজি
আকাশী নীল গাঢ় দেখতে পাই।