নষ্ট নষ্ট নষ্ট
দেখে শুনে চারিদিক
অবাক হয়েছি যত
তার চেয়ে বেশি কষ্ট।
সমাজের কিট গুলো
সাধুতার অবগুণ্ঠনে
নষ্ট জীবনের নষ্ট পাতা
মলাটে ঢেকে ধবধবে সাদা
সাধুবাদ বুলি
পরোপকার, ব্যানারে আঁকা।
অবলিলায় ভোল পালটে হয় নেতা।
দেখে শুনে অবাক হয়েছি যত
তার চেয়ে বেশী কষ্ট।
মুখে আওড়ে সততার মুখস্ত বুলি
দিয়ে নেতার দোহাই
রাতের আঁধারে করে পুকুর চুরি,
হস্তগত হয়
অবৈধ ব্যবসা আর দূর্বার চাঁদাবাজি,
মানবতার জলাঞ্জলি।
দেখে শুনে অবাক হয়েছি যত
তার চেয়ে বেশী কষ্ট।
গরিবের মাথায় বাজেট বোমা
মহাখুশি যত সরকারি আমলা
উন্নয়নের ধুঁয়াসা জোয়ার
কোটি কোটি ডলার বিদেশ পাচার।
দেখে শুনে অবাক হয়েছি যত
তার চেয়ে বেশী কষ্ট।
হায়রে দেশ প্রেম, অবহেলিত,
পদদলিত মানবতা,
শৃঙ্খলে কাঁদে বিচার ব্যাবস্থা,
ধৈর্যৈর শেষ ধাপে, মাথা কুটে মরে,
সতের কোটি হৃদয়ে।
দেশটা আজও টিকে আছে, ওদের ত্বরে।
দেখে শুনে অবাক হয়েছি যত
তার চেয়ে বেশী কষ্ট।
দেশের জন্য সেদিন যারা মহান
মুষ্টিতে লয়ে আপন প্রাণ
করিল উৎসর্গ,
বৃথা কি যাবে তাদের অবদান।