মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হলে না
পশুর চেয়ে অধম তুমি নামাজ পড় না।
ঈমানদার দাবী কর, নামাজ পড় না,
মোনাফেক তুমি, সেটাই জাননা।
জাহান্নাম তোমার নিশ্চিত ঠিকানা।
বেহেশতের চাবি নামাজ, ঈমানের পরিচয়,
মসজিদে যেতে হবে, ঘরে বসে নয়।
ঘুমের চেয়ে নামাজ বড় আজানের বাণী
কানে শুনে মানলে না ঈমানের হানি।
শীতের সকাল, ঠান্ডা পানি,খোড়া অজুহাতে
কম্বল মুড়ে নির্বিকার থাকলে তুমি শুয়ে।
ঈমানের দাবী ফজর গেল বয়ে।
দুপুর বেলায় ব্যস্ত তুমি অফিস আদালতে
লান্চে যেতে হবে এখন, গেলে না তো নামাজে।
যোহর গেল, আসর এলো, বাড়ী যাবার তাড়া,
বাসের মধ্যে আছি এখন যায়না নামাজ পড়া।
ক্লান্ত শরীর মাগরিবেতে
বাসায় ফিরে তাই, এত অল্প সময়ে কি আর
নামাজ পড়া যায়?
এশার সময় টিভির সামনে
মজার সিরিয়াল চলছে তখন তাই,
চরম ক্লাইমেক্স, ছেড়ে কেমনে নামাজ পড়তে যাই?
চ্যানেল ওয়ালাদের একটু মোটে
বিবেক বুদ্ধি নাই,
এশার নামাজ আছে এখন
জেনেও কেন এই সিরিয়ালটা
এখন দেবে ভাই।
ঈমান তোমার থাকলো কি আর
ভেবে দেখ না
মোনাফেক তুমি
জাহান্নাম যার নিশ্চিত ঠিকানা।