অবারিত আকাশ রয়েছে খোলা,
মুক্ত বিহঙ্গ, মুক্ত ডানা,
যেথায় ইচ্ছা সেথায় যেতে
উড়তে এখন নেই তো মানা।


শৃঙ্খল বেড়ী ফেলি উপাড়ি
ভেঙ্গেছে খাঁচার আগল,
মুক্ত আকাশে মেলেছে ডানা
ডরে না ঝড় বাদল।


ব্যাধের শরে কে বা আর ডরে
পাখায় দিয়ে ভর,
দূর থেকে দূরে চলে যাবে উড়ে
নাগাল পাবে না শর।


হাজারীবাগ
ঢাকা