ছোটবেলায় আকাশ ধরব বলে
দূরের মাঠ পাড়ি দিয়ে বনের ধারে পৌঁছে দেখি
দিগন্ত আরো একটু দূরে
সন্ধ্যা হওয়ার ভয়ে দ্রুত এসেছি ফিরে
তারপর আরো করেছি চেষ্টা যতবার
দিগন্ত আমায় ধরা দেয়নি
আকাশ ছোঁয়ার স্বপ্ন আমার কখনো পুরা হয়নি


মা বাবার স্বপ্ন ছিল
বড় হয়ে ছেলে অফিসার হবে
কোথায় অফিসার ছেলে তার হয়েছে পিয়ন
লোকে ডাকে চাপরাশি বলে
মা বাবার স্বপ্ন হারিয়ে গেছে দিগন্তের কোলে


সবকিছু ভুলে সেদিন তোমায় পেয়ে
ভুলে ছিলাম না পাওয়ার বেদনা
দিগন্তে গিয়ে আকাশ ধরেছি ভেবে
মিটেছিল মনের বাসনা
সেই তুমি শেষে ফেলে গেলে মোরে
ধুলায় মিশে গেল আমার সকল কামনা
দিগন্ত আমার ধরা হলো না
হলো না আমার আকাশ ছোঁয়া।।