মার্জিত পোশাকে চলনে-বলনে ভদ্রলোক উনি
চলেন নতশীরে।
আয়ের উৎস নেই, একবেলা খেলে দুই বেলা
না খায়, অসহায় পরিবার পরিজনে।
স্কুল-কলেজে পড়ুয়া বাচ্চারা অপুষ্টিতে ভোগে,
জিজ্ঞাসিলে মলিন মুখে করুন হাসি ফোটে,
খাইনিতো মুখে কক্ষনো না বলে।
বিধাতার দেয়া সম্মানটুকু ওরা
দাঁত কামড়ে ধরে থাকে।
না খেয়ে ওরা মারা যায় তবু
হাত পাতে না কারো কাছে।
ওরা ভিখারি নহে, মিসকন ওরা
পাক কোরানে ওদের পরিচয় আছে।
চোখ মেলে দেখুন রয়েছে আপনারই আশেপাশে।
রাজ্জাক যিনি রিজিক দিয়েছেন তিনি
তাইতো আপনি হয়েছেন বিত্তবান
মিসকিন পাশে না খেয়ে আছে খবর নেননি তার,
আপনি কি জানেন,কোরানের বাণী,
আপনার সম্পদে রয়েছে মিসকিনের অধিকার?
কারো হক্ক আদায় না করে,
হজ্ব করে আপনি বেহেশতে যাবেন
ভাবলেন কেমন করে?
মিসকিনের হক্ক আদায় করে দিন
বেহেশতি সুখের আস্বাদ দুনিয়াতে পাবেন।