খামারপাড়া উচ্চ বিদ্যালয়
সমাসীন আজও তুমি স্বকীয় মহিমায়
মানুষ গড়ার অনন্য কারখানা
ছড়ানো তোমার দ্যুতির দ্যোতনায়
উদ্ভাসিত আশপাশসহ বিস্তির্ন এলাকা।
তোমার অনস্বীকার্য ভুমিকায়
আমরা পেয়েছি বিকশিত মাগুরা।
প্রতিষ্ঠা থেকে তোমার প্রচেষ্টায়
কত ছাত্র ডাক্তার আজি
নিয়োজিত তারা মানবতার সেবায়।
কত প্রকৌশলী, উচ্চপদস্থ কর্মকর্তা
ভুমিকা রাখছে দেশ পরিচালনায়,
নয়ত ব্যারিস্টার, আইন প্রণেতা।
ধন্য তুমি,ধন্য তোমার প্রসূতির ভুমিকা।


তোমার আঁচলের শীতল পরশে
কত মেধাহীন হয়েছে মেধাবী
হিসাব রেখেছে কে বা।
বিশ্বের মাঝে আপন মহিমায়
বিকশিত আজ তারা।


তব আঙ্গিনা ধন্য করেছে
কত মহান শিক্ষকের পদধুলি।
কেহ বেঁচে আজও কেহবা স্বর্গবাসী,
সকলের প্রতি সালাম, আমার কদমবুচি।


কৈশোরের পাঁচ টি বছর কেটেছে আমার
তোমার আঙিনায়
যাবার বেলায় দোয়া করে যাই,
তোমার অগ্রযাত্রা নিষ্কন্টক যেন হয়,
তোমার প্রয়াস অব্যাহত থাক,
পরবর্তী প্রজন্ম গড়ায়।