হাবিজাবি সদাই কি যে লিখে যাই
মনে আসে যা-ই লিখে যাই তাই
হয় কিনা হয়, মনে জাগে ভয়,
পাছে ছাইয়ের গাদায় পানি ঢালা হয়।
যায় না কিছু তাতে,
ভাবি মনে মনে কিছু তো নিশ্চয়ই আসে,
সাদা কাগজে কালির আঁচড় তাই বা কম কিসে।
কালির আঁচড় একদিন নিশ্চয়ই অর্থবহ হবে।
মানবতার সলিল সমাধি, সামাজিক অবক্ষয়
দেখে শুনে মনটা বড্ড বিষিয়ে রয়।
অপসাংষ্কৃতির মায়াজালে বন্দি সমাজ
স্বকীয়তা ভুলে, হীরা ফেলে অবলিলায়
তুলে নেয় কাঁচ।
পশ্চিমা আগ্রাসন,
একসুত্রে গাঁথা মুশরিক, ইহুদি, খ্রীষ্টান
বেবোধ জনগন করে তাদেরই জয়গান।
ইসলামী মূল্যবোধ বুঝি হয় অবসান।