তুমি একক, অদ্বিতীয় আল্লাহ,
তোমার তুলনা নাই
তোমার মুখাপেক্ষী সবাই আমরা,
তোমার অভাব নাই
তুমি কাউকে জন্ম দাওনি,
জন্ম নাওনি কারো,
কোথাও নেইতো কিছুই তোমার  
সমকক্ষ আর কোন।

তোমার সিফাত হৃদয়ে গাঁথিয়া
জপি আমি সারাদিন
বিপদ আপদ, লোভ লালসায়
ভুলিনা যেন কোনদিন।
মায়ার দুনিয়ায় মায়াবী ছলনার
হাতছানি পদে পদে,
শয়তান সেথা প্রস্তুত সদা
কখন ফেলিবে ফাঁদে।
দুনিয়াদারির রঙ্গিন চাহনি
আর শয়তানের শয়তানি
আমায় যেন ভুলাতে না পারে,
তোমার সাহায্য চাহি।
তুমি রহমান তোমারই গুণগান
জপি হৃদয় মাঝে,
আমাকে ছাড়িয়া দিওনা প্রভু,
অভিশপ্ত শয়তানের হাতে।

দুনিয়া ছেড়ে চলে যাব
যেদিন অন্ধকার কবরে,
যাবার বেলায় রাখিও তোমার
পবিত্র নাম স্মরণে।

২০ নভেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া