বিধাতার দেয়া হৃদয় খানা যদি থাকে সদা
বিচলিত মনুষ্য ত্রাসে,
খোদা ভীতির তথা স্থান কোথা
রয়েছে যে অপদখলে।
একাগ্র চিত্তে হৃদয় বৃন্তে স্বর্গীয় ফুল ফোটাতে
মন প্রাণ যদি কাঁদে
দুরে সরে যায়, অত্যাচারের খড়্গ যখন
হৃদয়ে নেমে আসে।
মনুষ্য অত্যাচারে,
বিধাতার আসন ছড়িয়ে ত্রাসন, খন্ড বিখন্ড করে
খোদা ভীতি আর প্রেম ভালোবাসা পালাবার পথ
নেয় খুঁজে।
মনুষ্য অত্যাচারে,
ক্ষত বিক্ষত যে হৃদয়ে রক্ত ক্ষরণ বহে,
অবিরত
স্রোষ্টা চিন্তা, হয় যে হত্যা, ভেসে যায় রক্ত শ্রোতে।
মনুষ্য অত্যাচারে,
হৃদয় ক্ষরণে সিক্ত হৃদয়, কী হবে অশ্রু সম্বরণে?
আহত হৃদয়ে
সুশীল চিন্তা, প্রগতি ভাবনা, লুটায় পদতলে।
মনুষ্য অত্যাচারে,
সামাজিক বন্ধন করে খন্ডন, ছিন্ন ভিন্ন করে,
প্রীয় মুখ গুলো সরে সরে যায়, দুর থেকে বহু দূরে।
মনুষ্য অত্যাচারে।
সমাজের এই দুষ্টু কীট গুলো রন্দ্রে রন্দ্রে বিরাজে,
মানব বন্ধন কাটে অনুক্ষণ, এটা বুঝতে নারে,
অন্যের সাথে নিজেও মরবে নিজেরই অত্যাচারে।i