তোমাকে বাধিব আমি, আমার হৃদয় মাঝে
হৃদয় দুয়ার খোলা রেখে তাই,
সকাল বিকাল সাঁঝে, তোমাকেই ডাকি
পথের ধুলা ভিজিয়ে চোখের জলে।
এসো হে প্রাণনাথ, এসো গো আমার দ্বারে,
রাঙ্গা চরণে মাড়িয়ে হৃদয়, ধন্য কর মোরে।
তোমার দুয়ারের পথের দিশারী
মদিনার বুকে শুয়ে, উম্মাতী বলে কাঁদিতেছেন জানি, ঘুম নাহি তাঁর চোখে।
অভাগা আমি বন্দি আজি শয়তানের মায়াজালে,
কে করিবে আর উদ্ধার আমায়,
তুমি বিনে আর কে আছে?
ভব সমুদ্রে উত্তাল তরঙ্গ ফুলিয়া ফাপিয়া ওঠে,
ইসলাম তরী, নাহি কান্ডারী, এই বুঝি যায় ডুবে।
ইহুদি, খৃষ্টান, মুশরিক দল বেঁধে
দাজ্জালের পথ করিতে সুগম
আজ তারা একজোটে,
মুসলিম আজ কোণঠাসা, মার খায় পথে ঘাটে
শয়তানের মায়াজালে বন্দি, মত্ত ভোগ বিলাসে।
উম্মায় আজ কান্ডারী নাই, বাঁধিবে একজোটে,
জানি এসবই হচ্ছে মোদের পাপে, মাফ কর প্রভু
মোদের গোনাহ খাতা, দাও গো নেতা
সকল মুসলিম একসূত্রে বাধিবারে।