কেয়ামতের ময়দানে যবে
শৃঙ্খলিত মোরে নেয়া হবে
প্রভু তোমার কাঠগড়ায়,
বিচারের মুখোমুখি হব এমন সাহস নাই,
ক্ষমা করে দিও মোরে, নিঃশর্ত ক্ষমা চাই।
সকল সৃষ্টির একক মালিক প্রভু
তোমার শরিক নাই,
বান্দার ঈমান ঠিক রাখ প্রভু,
তোমারই ইবাদত করতে চাই।
তোমার যোগ্য ইবাদত করি,
এমন যোগ্যতা আমার নাই।
ক্ষমা পাওয়ার যোগ্যতাটুকু যেন পাই।
রব্বূল আ'লামিন তোমার শানশওকত
আমার কল্পনাতেও নাই,
তোমার তুলনা তুমিই আল্লাহ,
দ্বীতিয় কেহ নাই।
ক্ষমা করতে ভালোবাস তুমি
তাই তো সস্তি পাই, ভুল করে ফিরে
কড়া নাড়ি বার বার তোমার দরজায়।
তোমার ক্ষমা পেতে নাছোড় বান্দা
আমার সরম নাই।
তোমার ঘোষণা,
শিরিকের গোনাহ করিবেনা ক্ষমা,
দয়া করো প্রভু শিরিক হতে পানাহ চাই।
কারো হক্ক যেন আমি নষ্ট না করি,
কেউ যদি কিছু পায়,
সকল সম্পদ দিয়ে দিব যাতে
কেয়ামতের মাঠে
একটি নেকীও দিতে না হয়।
তওবা গ্রহণকারী প্রভু দয়াময়
গোনাগারের দোয়া কবুল কর আল্লাহ
তোমার হাবিবের উছিলায়।