বিস্মিত নই আমি আকাশের বিশালতায়
দেখেছি তোমার উদারতায়।
সাগর নীলিমায় সাঁতার কেটেছি
নগ্ন পায়ে হেঁটেছি বালুকাবেলায়,
উদ্যাম নাচের তান্ডব দেখেছি
ফেনীল ঊর্মীমালায়।
তৃপ্ত হয়েছি একসাথে দেখে
তোমার উন্মাদনায়।
প্রকৃতির টানে ছুটে গিয়েছি প্রকৃতির কাছে,
ধৈর্যের দিশা দেখেছি উদার প্রকৃতির মাঝে।
বিস্মিত হয়েছি, তারই ছায়া
দেখেছি তোমার মাঝে।
নিশুতি রাতের আঁধার দেখেছি,
প্রদীপের আলোয় মোহিত হয়েছি,
বুঝিনী প্রদীপের অন্তর্জালা,
নিজেকে পুড়িয়ে আলো বিলানোর
মর্মর ব্যাথা গাঁথা।
তেমনি তোমার আত্মনিবেদন
জগতের মাঝে বিরাজে আজও
হয়ে আছে অনন্য নিদর্শন।
আজিকে তোমার ভূমিকায় নেমে
বুঝেছি তোমার অব্যক্ত যত কথন।
বিধাতা তোমায় করেছেন মহান,
আপন গরবে তাই গরিয়ান,
হে আমার পিতা।
আজিকে আমার মহান পিতা
আমাদের মাঝে নাই,
হে মহা মহিম দরবারে তোমার
এ মিনতি জানাই,
যেমনি দয়া তিনি করেছেন আমায়,
তখন আমি ছিলাম অসহায়।
তোমার জান্নাতের অসীম জায়গায়
দিও তারে তেমনি দয়া করে
এতটুকু ঠাঁই।