মল মূত্র পঁচা আবর্জনা,
যথা স্থানে দাও ঢাকা,
নইলে পরিবেশ হবে নষ্ট,
জনজীবনে বাঁধা।
শরীরের কোথাও বিষফোঁড়া,
পূর্ণ শরীর ব্যাথা,
নষ্ট হবে হাড়ি ভরা দুধ,
পড়িলে গোচোনা ফোটা।
নষ্ট যা কিছু সমাজ ধ্বংস করে,
দুর করা তার দায়িত্ব সবার,
প্রয়োজন সংঘবদ্ধতার।
কলুষ সমাজে বসবাস করে,
নিজেকে কলুষ মুক্ত রাখে কী করে
কলুষ সমাজ প্রসবিবে আবার
কলুষিত উত্তরাধিকার।