পাঁচ কলেমায় বিশ্বাস করে
পাঁচ ওয়াক্ত নামাজ পড়
ত্রিশ রোজা পালন কর
হজ্জ করতে মক্কা চল
যত্নবান হও যে মালের
যাকাত আদায়ে।


আল্লাহর হুকুম তামিল করে
কোরআন শরীফ বুঝে পড়
আদেশ নিষেধ পালন কর
শিরক হতে বেঁচে থাক
নবীর সুন্নত মেনে।


মরণের কথা স্মরণে রেখ
নিত্য হায়াত কমছে জেন
কবর তোমায় হাতছানি দেয়
করতে মাটি সোনার দেহ
যেতে তোমায় হবেই একদিন
একলা কবরে।


মাটির তৈরি মানুষ তুমি
দু'দিন পরে মাটিই হবে
লাভ কী বল অহংকারে
ধনী গরীব সবাই যাবে
একই সাদা কাফন পরে।


শয়তান থেকে দুরে থাক
বন্ধু সেজে আসবে সে যে
চটক দিয়ে টেনে নিবে
দোযখে তার সংগী হতে।


মা বাবাকে সেবা কর
আত্মীয়তা রক্ষা কর
সাধ্য মত দান কর
রুগ্ন হলে সেবা কর।


কাজগুলো সব সহজ অতি
ঈমান যদি থাকে,
শুরু করলেই মদদ আসে
আল্লাহর তরফ হতে।
ভুল করেছো ভয় কী তাতে
তাওবা কর সাথে সাথে,
ক্ষমা করবেন আল্লাহ তায়ালা
তোমায় বারে বারে।


২৩ ডিসেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া