নন্দি পাড়ার নন্দ খুড়ো,
ভায়ে ভায়ে করে দন্দ
কাটাচ্ছে দিন নিরানন্দ।
মাথায় মাথায় ঠুলাঠুলি,
অজ্ঞাতকে গালাগালি
দিয়ে বলে, শালা চোখে দেখে না----
পাশের বাড়ির বিন্দা মাসী,
মুখ টিপে তাই দিয়ে হাসি
লুটোপুটি খেয়ে বলে, ব্যাপার মন্দ না।
নন্দ খুড়োর মুড়োঘন্ট,
ছোট বৌয়ের বজ্জাত হুলো
চেটেপুটে সাবাড় করলো,
লেজ গুটিয়ে পালিয়ে গেলো,
ধরতে পারলো না--------
ফিসফিসিয়ে বিন্দা মাসী
আস্তে বলে দিয়ে কাঁশি
যোগ্য বিচার চাই যে এটার
মানা যাবে না।
রেগেমেগে নন্দ খুড়ো,
দিনদুপুরে জ্বালিয়ে চুলো,
খড়কুটাতে বানায় হুলো,
মিছিল করে জ্বালিয়ে দিলো।
প্রতিবেশীরা প্রতিবাদি
ভাগ হয়ে যায় রাতারাতি,
উস্কানিতে মাতামাতি,
কেমন করে নন্দ খুড়ো
পরের বিড়াল জ্বালিয়ে দিলো?
হেস্তনেস্ত হবে এবার,
দরকার হলে থানায় চলো।