কাজের মাঝে কিংবা অবসরে
রাখিও স্মরণ সদা মনে
একদিন মৃত্যু তোমার হবে।
পৈ পৈ হিসাব তোমার
দিতে হবে হাশরের ময়দানে।


করিতে আহার ভাব শতবার
হালাল হারাম আগে
উদরে যদি যায় হারাম
পন্ডশ্রম ইবাদত তোমার
পৌঁছাবে না আল্লাহর দরবারে।


চলিতে ফিরিতে রক্ষা কর
শতভাগ মানুষের অধিকার,
কর তুমি ভালো ব্যবহার,
আশে পাশে সবার সাথে।


নামাজ রোজা আল্লাহর বিধান
মেনে চল অকপটে
ব্যস্ত থাকলেও কাজ ছেড়ে দাও
নামাজ সবার আগে।


সত্য কথা বলিবে সদায়
মিথ্যা কখনো নয়,
সত্য সদায় জয়ী হয় বটে
ঘটে মিথ্যার পরাজয়।


মরিলে তুমি স্মরিবে সবাই
কামিবে মাগফিরাত
দুরাচার কেহ মরিলে করে
শুকরিয়া মুনাজাত।


এভাবে চলে দুনিয়া হতে
বিদায় নিলে পরে
দুনিয়ার মানুষ স্মরিবে তোমায়
আখেরাতে ফল পাবে।


০৮ এপ্রিল ২০২৩
মিরপুর, কুষ্টিয়া