কৃষ্ণগহ্বর
             মিয়া সাইফুদ্দিন

নিঃসীম আকাশের কোণে ঘাপটি মেরে বসে
অপেক্ষা কর তুমি, ঠিক যেন দেয়ালে সেটে
থাকা অকল্পনীয় অবয়বের এক বিশাল গিরগিটি,
ওৎ পেতে থাকো অপেক্ষায় -------
শিকার কখন উড়ে আসে একটি
বিশালাকার জ্যান্ত শিকার টুপ করে গিলে নাও
অবলিলায় ----
আলোর বিচ্ছুরণ থামিয়ে তুমি আলো খাও,
তুমি সৃষ্টিকর্তার কী আজব সৃষ্টি!

মানুষের ধারণা নাই-----------
দৃষ্টির আড়ালে কবে, কোথায়
জন্ম তোমার অকল্পনীয় আকৃতি
আলো খেকো বিষ্ময় সৃষ্টি,
অস্তিত্ব তোমার আছে কিছুদিন আগে জেনেছি।

চৌদ্দশত বছর আগে ঘোষণা দিয়েছে পাক কোরান
মহাশুন্যে রয়েছে তারকা পতনের স্থান,
আল্লাহু আকবার ------
এখন বুঝতে পারছি তুমিই সেই সৃষ্টি, কৃষ্ণগহ্বর।

নক্ষত্র খচিত নিঃসীম গগণে,
বসে অজ্ঞাত স্হানে
জন্মাবধি একটা একটা করে কত নক্ষত্র করেছ উদরস্ত,
অন্ত নাহি তার,
আজো পূর্ণ হয়নি তোমার ক্ষুধার্ত উদর।

আকাশ গাঙ্গে প্রচ্ছন্ন অবস্থানে ওৎ পেতে থাকা
তুমি শিকারী কুমির,
সৃষ্টির বিষ্ময়, আলো খেক অসীম উদর
কৃষ্ণগহ্বর।

তারকাতে তোমার অরুচি হলে,
এসো না বাংলাদেশে, রুচির পরিবর্তনে
আলোকিত মানুষ খেতে।
(ইতিমধ্যেই এসেছো কি?)

২৯ অক্টোবর ২০২২
হাজারীবাগ, ঢাকা