আজানের ধ্বনি শাশ্বত বাণী
শুনে নিজ কানে
বিভোর ঘুমে রইলে পড়ে
না ছুটে মসজিদ পানে।
মহান স্রষ্টা ডাকছেন তাঁর
দিদার লইবার ত্বরে
বিমুখ হয়ে রইলে পড়ে
অহং কিংবা আলস্য ভরে,
স্রষ্টার ডাকে দিলে না সাড়া
ঈমান থাকে কী করে?
জীবন মৃত্যু যার হাতে,
তোমার রিজিক যার করে,
ভালো মন্দ ভাগ্য বিধাতা
লিখেছেন তোমার ভালে।
নামাজ তোমার ফরজে আইণ,
দিয়েছেন বিধান রব্বুল আলামিন,
ত্বরিয়ে নেবার ত্বরে,পরম স্নেহ ভরে
বুঝে না বুঝে বঞ্চিত হলে
হেলা কিংবা অহং বোধে।
দু'কানে শুনে আজান যে মুসলমান
ফেলে সকল কাজ, নামাজ আদায় না করে,
মুনাফিক হয়ে মরণ যে তার
তওবা যদি না করে।