তোমার তুলনা তুমিই আল্লাহ্, অন্য কেহ নাই,
আসমান জমিন সৃষ্টি তোমারই,
মাঝখানে যা কিছু আছে,
দেখতে পাই বা না পাই।
তুমিই রিজিক দাতা প্রভু,
তোমার ইচ্ছায় খাই,
অনু পরিমাণ খাদ্য জোগাবে,
কাহারও ক্ষমতা নাই।
তুমি দয়াময়,
তোমার দয়ায় সকল সৃষ্টি বেঁচে রয়,
তোমার দয়ার তুমিই মালিক,
অংশীদার কেহ নয়।
যত দুরে যাই, যেদিকে তাকাই
তোমার ক্ষমতার বাইরে কোথাও নাই।
তুমি সকল শক্তির আধার, শক্তি দিয়েছ তাই,
তোমার জমিনে বিচরণ করে বেড়াই,
শক্তি তোমার বন্ধ হলে নড়িবার ক্ষমতা নাই।
তুমি রহিম, তুমি অসীম করুনাময়,
বান্দা তোমায় না ডেকে তবু
নেয়ামতে বঞ্চিত নয়।
তোমার ইবাদত করিবে বলিয়া,
আপন হস্তে মানুষ সৃজিয়া,পাঠালে দুনিয়ায়,
অকৃতজ্ঞ বান্দা,
তব নেয়ামতে বেঁচে থাকে তবু
তোমাকে ভুলিয়া রয়।
ক্ষমা করো প্রভু, মোরে মাফ করে দাও,
দুর্বল আমি,
চঞ্চল চিত মোর শান্ত করে দাও।