হাল নাই গলুই খোয়া, ছিঁড়েছে পাল যায় না তোলা
হাল ছেড়ে গেছে মাঝি, ফেলে ভাংগা তরী,
প্রাণপন দাঁড় টানি আমি একেলা,
সমুখে তমসা ঘেরা, পথ অচেনা।
আশাহত যাত্রি যত ত্রাসে কাঁপে থরথর
আঁধার ঘনিয়ে আসে সাগর উতলা,
নাও খানি পারে যাবে ছেড়েছে আশা।
দিগন্ত রেখা যায়না দেখা, ঘন কালো মেঘ
বরিষে বারিধারা, মেঘের আড়ালে ধ্রুব তারা
পড়েছে ঢাকা। দিশাহীন একা
শুধু বেয়ে যাই পথ অচেনা।
নাও খানি পারে যাবে ছেড়েছে আশা।