বিজ্ঞানের বিকাশ ঘটেছে সারা দুনিয়া জুড়ে,
তারই অংশ আজ বাংলার ঘরে।
খবর পৌছাবে বন্ধুর কানে, বলব আমি যখন,
দেশটা এখন মেধার জালে সাফল্যটাও চরম!


লাগবেনা আর “রানার” তিমির রজনীর ভয়াবহ রাতে,
টাকা সহ খবরের বোঝা নিয়েছে লুটে হাজারো রানারের গলা কেটে।
সেই দিন আর নেই? দেশে এসেছে বিকাশ!
মুহুর্তে আসে টাকা, মুহুর্তে যায়, যেমন চলে নিঃশ্বাস।
বৃষ্টিতে ভিজেনা, লুটেরা পাবেনা গরিবের ধন!
মহানন্দে গর্বিত আজ দেশের জনগণ।


বিকাশকেও বলি আমি শোনেন হে জনাব!
এজেন্টকে দিবেন সেবা, তা না হলে সাফল্যেরও পড়বে অভাব।


তারিখ : ১৮/০৫/২০১৫ ইং