সিন্নি খাওয়ার স্বাদ যার আছে আয়রে আমার সাথে,
ঐ পাড়াতে মিলাদ হবে খাইতে দিবে রাতে।
আল্লা্হর নামে পড়বে দরুদ চাইবে পিতার জন্য দোয়া,
সিন্নি বিনে ঐ মিলাদে যায়কিরে লোক পাওয়া।


মধু থাকলে ভ্রোমর আসে যায়না অন্য তরে,
বিশ্বাস ভক্তি থাকলে নিশ্চিত, প্রভু খাকবে তার অন্তরে।
একএক মনের একএক নেশা যাহাতে খুশি যিনি,
প্রত্যেকের জন্যই থাকবে কিছু মায়া মমতা, সিন্নি।


যাহাতে খুশি যে,
তাহাকে কিছু দে।
তাহাতেই হইবে পরিপূর্ণৎ!
কি লাভ আছে রেখে শূন্য।
দশ জনা যেথায় সৎকাজে সমাবেত হয়,
সেথায় শান্তি, সেথায় সূখ, অহংকারে নয়।


তারিখঃ ০৭/০২/২০১৫ ইং