সাঝেঁর বেলায় সন্ধাবাতি জ্বালাও মনের ঘরে,
কাল নিশীতে না পায় যেন যৌবন তোমারে।
যৌবন তোমার পরিপূর্ণ বুঝতে যদি পাও,
মনের মত চিরসঙ্গী, সঙ্গীনি বানাও!
যে তোমার শিয়রে বসে হাত বুলাবে কেশে,
চিরানন্দের সঙ্গী হবে দেহখানা পিষে।
ভয় নেই যুবক, ভয় নেই তোমার, ভয়ের লেগেছে হাহাকার,
তোমার মত তুমি চল, বিফলে দিওনা মনিমগজ খুজ সু-রক্ষার।
অকারণে মনের সনে  করোনা পাগলামী,
সময়কালে সু-পাত্রে হও অগ্রগামী,
বয়স তোমার পরিবে ভাটা, এমন রবেনা চিরদিন,
সময় থাকতে সম্বল কর সুধাতে হবে  ঋণ।
এ ঋনের বোঝা বড়ই ভারি অক্ষম সত্বেও করিবেনা ভাগিদার,
সমাজ চোখে লুটিবে মাথা ঘরে হাহাকার।
অশান্তির অনলে পুড়িবে তুমি বলতে পারিবেনা মুখে,
ভান্ড ভরে রাখো তুমি যেওনা কভু যুগের আগে সুখে।  
26/12/2014