আমার হাতে ঘোষনা পত্র,এখনি ঘোষনা দিবো,
ভাবছি ঘোষনা দেওয়ার আগে কারো অনুমতি নিবো।
অনুমতি যদি নিতেই হয় তবে আমি কেনো এখানে?
আসলে প্রজা না থাকলে কি করবে রাজসিংহাসনে।

রাষ্টের মহানায়ক হয়েও আমি ভাবছি বারবার,
খোদা তুমি কৃপা করো সাহায্য চাই তোমার।
যে ঘোষনা দিবো বলে পত্র নিয়েছি হাতে,
না যেন কি ঘটে যায় মধ্যরাতে।

তবুও যে ঘোষনা আমাকে দিতেই হবে,আমি নিরুপায়,
দেশদরদী সজাগ থাকো, দেশের না হয় যেন পরাজয়।
এ দেশ তোমার আমার বিদেশীদের না,
কেনো ওরা আমাদের নিয়ে করবে তালবাহানা।

আমি ঘোষনা দিচ্ছি তোমরা সম্বলিত ভাবে প্রস্তুত হও,
যারা অন্যায় করবে, তাদের রুখে দাও।
ওরা হোক যে কেউ, আমরা পরাধীন হতে চাইনা,
অনেক সয়েছি, লুটেপুটে খেয়েছে পাকিস্তানী হায়েনা।

এখন আবার দেখছে চেয়ে অনেক অনেক রাষ্ট্র,
কিভাবে দিবে এই দেশবাসীকে কষ্ট।
শত্রুতার হাত ওরা দিচ্ছে বাড়িয়ে,
ভেঙ্গে ফেলো কালো হাত, পিছাইও না ভয়ে।

২৪/০৩/২০১৮