চোঁখ
এম এ সহিম উদ্দিন


দু'চোঁখ আমার যায় যেথায় আমি যেতে চাই,
মাঝ পথে যেতে যেতে পিছে ফিরে চাই।
চেয়ে দেখি চার দিকে শুন্য মুরুভূমি,
কাহার লাগি পাগল হইয়া চলচ্ছি বল আমি।


আমার দু'চোঁখে দেখেছি কত রংয়ের চোঁখ,
লালচোঁখ, কালোচোঁখ, নারীকেল চোঁখ কোথাও খুজে পাইনি নীল তাই পোহাচ্ছি দুর্ভোগ।


মনের গহীনে বেসেছি ভাল বলতে পারিনি কিছু,
সামনে গেলেই ভুলেছি সব , এসেছি ফিরে পিছু ,
তবুও কেন ছুটি তার পিছে পিছে মনের হরসে,
ভাবি একটু সুখ পাব বুঝি তার পরশে।