ব্যস্ত মানুষ,ব্যস্ত শহর,ব্যস্ত হাট ঘাট,
আমরা বাঙ্গালী, বাংলায় কথা বলা এটাই অপরাধ।
৫২ এর ভাষা আন্দোলন করে পেয়েছি বিজয়,
বাংলা এখন আন্তজাতীক পেয়েছে পরিচয়।

আবার কিছু দিন পরে শুরু হলো নতুন করে,শুরু হলো মুক্তিকামী  ভাব,
পরিস্থিতি পক্ষে এলো দিয়ে দিলাম জবাব।
৭১ এর মুক্তিযুদ্ধে পেয়েছি বিজয়,
আনন্দে আত্মহারা বাঙ্গালীর হৃদয়।

কত ভাই,বোন আর মা,বাবার রক্তের রঙ্গিত হয়েছিলো এ দেশ,
খাতা কলমে লিখে সে কথা করা যাবেনা শেষ।
এইতো কিছু দিন পূর্বে পেয়েছি সমুদ্র জয়,
তাও আবার সমাধান হয়েছে আন্তজাতীক রায়।

আমরা একের পর এক করে যাচ্ছি অর্জুন,
শত বাঁধার বাঁধ পেরিয়ে গর্জন।
যমুনা সেতু,পদ্মা সেতু,শান্তি চুক্তি ছিটমহল সেখানেও রয়েছে সাফল্যতা,
সবুজ শ্যামল শষ্যেঘেরা, বিশ্বের সাথে মানবতা।

২৫/০৩/২০১৮