আজ তালিকাপূরণের আগে একটা ব্যাপার আমাকে ভীষণভাবে অবাক করেছে, সেটা আপনাদের কাছে ব্যক্ত করি,
"আকাশের ঐ নীল গভীরে"(২৯-০৯-২০১৫)-- আমার লেখা এই কবিতাটি এই কবিতার আসরে মাত্র ৪টি (চারটি) মন্তব্য পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে।এই কবিতাটি যে চুরি হতে পারে ভাবিনি।আমরা তো অনেক সময় মন্তব্যের সংখ্যা দেখে কবিতাটির জনপ্রিয়তা অথবা মান সম্পর্কে আন্দাজ করে থাকি।কবিতাটি পড়ে দেখার আকর্ষণও অনুভব করে থাকি।আমিও তাই বেশি মন্তব্য পাওয়া কবিতাগুলিই সার্চ করে দেখবো ভেবেছিলাম।কেননা নিজের সব কবিতার ওপরেই রচয়িতার একটা টান থাকা স্বাভাবিক,তাই কবি কখনোই নিজেই নিজের কবিতার মান নির্ধারণ করতে পারে না।তাকে নির্ভর করতে হয় কাব্যরসিকদের ওপর। তাই যখন দেখা যায়, কোন কবিতা তুলনামূলকভাবে কম পাঠক টানছে তখন সেই কবিতা সম্পর্কে রচয়িতা তেমন উচ্চ ধারণা পোষণ করে না। অথচ আমার এই কবিতাটি এই আসরে মাত্র চারটি মন্তব্য পাওয়া সত্ত্বেও সুলতানা সাথীসহ ১০ জন অপহরণ করেছে। তাদের তো অন্তত কপি করার কষ্টটা তো করতে হয়! কাজেই পছন্দের কবিতা ছাড়া তারা নিশ্চয় কপি করবে না।এমন একটা কবিতা একসাথে এতজনের কাছে অপহরণের যোগ্য হয়ে উঠলো? ব্যাপারটা আমাকে ভীষণ অবাক করেছে।


মূল কবিতার লিঙ্কঃ
http://www.bangla-kobita.com/sahidulhaque/post20150929105808/
কবিতার শিরোনামঃ আকাশের ঐ নীল গভীরে
এই কবিতাটি  চুরি যাওয়ার লিঙ্কঃ
https://www.facebook.com/search/top/?
q=%E0%A6%96%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%
87+%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6
%BE+%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A
6%B2%E0%A6%9B%E0%A7%87+%E0%A6%A4%E0%
A6%BE%E0%A6%B0%E0%A6%BE+%E0%A6%86%E0
%A6%95%E0%A6%BE%E0%A6%B6+%E0%A6%A8%E
0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E
0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0+%
E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0+
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87
+%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8
D%E0%A6%AA+%E0%A6%9C%E0%A6%AE%E0%A7%
87+%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F+%E0%A6
%AC%E0%A6%BE+%E0%A6%86%E0%A6%B8%E0%A
7%87+%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0


কবিতা-অপহারকদের নাম ও আইডি :
১৬।Nazmul Islam Shiplu
https://www.facebook.com/nazmul.shiplo?fref=nf


১৭।স্বপ্নীল প্রসেনজিৎ
https://www.facebook.com/prosenjit.d.sujon?fref=nf


১৮।Md Gulam
https://www.facebook.com/profile.php?id=100007363336858&fref=nf


19. Amit Chakrabarti
https://www.facebook.com/amit.chakrabarti1?fref=nf


20. Indrajit Das
https://www.facebook.com/indrajit.das.92775838


২১।উদাস দুপুর
https://www.facebook.com/arrehman420


২২।রক্তাক্ত পায়রা
https://www.facebook.com/profile.php?id=100009317410260&fref=nf


২৩।ভালবাসার জন্যই ভালবাসি
https://www.facebook.com/profile.php?id=100010320076679&fref=nf
(এই কবিতাটির আরও একজন অপহারক সুলতানা সাথীর নাম আগের লেখাটিতে উল্লেখ করেছি বলে এখানে আর দিলাম না।)
এছাড়া Masum Billah https://www.facebook.com/profile.php?id=100008497096574&fref=nf আমার নামসহ কবিতাটি প্রকাশ করায় চোরের তালিকায় তাঁর নাম দিলাম না।যদিও তিনি আমার অনুমতি নেন নি।