নদীর তখন উথাল সময়
আকাশ তখন পলাশ,
খনার বচন বলতে গেলেই
পাখির কথা বলাস,
পাখি মানেই পায়রা-যুগল
মেঘের সাথে খেলা,
ছাদের বিকেল খোলা হাওয়া,
গড়িয়ে যেত বেলা,
রাতের আকাশ শিমুল কুসুম
আঁকতো চোখের ছবি,
তোর সে দুচোখ বলতো আমায়
কেমন আছো কবি?
কাব্য কি আর লিখেছিলাম?
লিখেছিলাম গাথা,
তোরই চোখের বিজয়-গীতি
আনন্দ আর ব্যথা।
আবার যখন আসবি ফিরে
নদীর বুকে পলি,
চরের মাঝে গাছ-গাছালি
বন্য পাখির বুলি,
পলাশ-ঝরা আকাশখানি
ধবল মেঘে ঢাকা,
শ্যাওলা-জমা ছাদের বিকেল
দিগন্ত-মাঠ ফাঁকা।
তুই কি এখন মৃন্ময়ী এক
বিসর্জিত দেবী?
আবাহনের সুর ছড়িয়ে
এখন কেবল ছবি?