ধানের ক্ষেতে বয়ে যায় যখন হিল্লোল,
ফসলেরা নেচে উঠে আনন্দে খায় দোল,  
পরিশ্রান্ত কৃষকের মুখে ফুটে স্নিগ্ধ হাসি,  
তোমার কথা মনে পড়ে তখন খুব বেশী।


ক্লান্ত সবাই গ্রীষ্মের তাপে উদাস দুপুর ক্ষণে,
পান্থগুলি আপন গতিতে চলছে এক ধ্যানে,    
বিস্তীর্ণ দিগন্তে পাখিরা উড়ে যায়, রাশি রাশি,  
তোমার কথা মনে পড়ে তখন খুব বেশী।


শ্রাবন বর্ষায় অবিরাম ঝর ঝর বৃষ্টি ঝরে,
মাঠ ঘাট ভেসে যায়, জলে যায় ভরে,
ঝিলের শাপলারা সব আনন্দে যায় ভাসি,
তোমার কথা মনে পড়ে তখন খুব বেশী।


নিসর্গে মোহনীয় বসন্ত আসে দিয়ে অনুরণ,
ফুলের হাসিতে সৌরভ ছড়ায় মধুর সমীরণ,
মৌমাছিরা নেচে উঠে দেখে ফুলের হাসি,
তোমার কথা মনে পড়ে তখন খুব বেশী।


উদাস-আকুল হয় মন করুণ বাঁশির সুরে,
কেমন যেন করে আমার বুকের গভীরে,
করুণ সুরে বেজে উঠে যখন বাঁশের বাঁশি,
তোমার কথা মনে পড়ে তখন খুব বেশী।


অংশুমালী মোলায়েম হাসে পূর্ব গগনে,
পাখিরা সব মেতে উঠে আপন কুজনে,
সজ্জিত হয় প্রকৃতি, পেয়ে আলোক রাশি,
তোমার কথা মনে পড়ে তখন খুব বেশী।


অশান্তি লাগে, মনে তোমায় পড়ে যখনি,    
অশান্ত মন শান্ত করে তোমার নিনরণী।  
অন্ধকার নিস্তব্ধতা নিয়ে আসে যখন নিশি,
তোমার কথা মনে পড়ে তখন খুব বেশী।


সুশৃঙ্খল এই বিশ্ব একদিন হবে বিশৃঙ্খল,
নাচবে সিন্ধু, উপছে পড়বে ঊর্মির জল।
গিরি-উপগিরি তুলার মত যাবে উড়ে ভাসি,
তোমার কথা মনে পড়বে তখন খুব বেশী।