আকাশ জুড়ে মেঘ করেছে,
নাই তো কোথাও ফাঁকা,
অন্ধকারে হারিয়ে গেছে,
শূন্যের মন তাই একা।


ব্রহ্মাণ্ডও আজ বিষণ্ণ যেন,  
নিস্তব্ধবতার আবরণে,
উদ্বিগ্নতায় ভাবছে কি যেন!
একাকী এক মনে।


বীজন যেন হারিয়েছে,
তার নিজস্ব চলার পথ,
নিয়ন্ত্রণ বুঝি করছে,
তাকে অদৃশ্য এক হাত!


পাখিরা সব চুপচাপ করে,
ফিরছে তারা নীড়ে,
হঠাৎ আসা অন্ধকারে,
নীড় কি পাবে ফিরে?


রাস্তাগুলো হয়েছে নীরব,  
অব্যাকুল প্রাণহীন,
তাইতো পথিকেরা সব,
একমনে ছুটছে বিরামহীন।


অভিমান করেছে অংশুমালী,
দিচ্ছে না তার কিরণ,
কিসের এত ব্যথার ডালি,
কিসের এত পীড়ন?  


সময়ও যেন থমকে গেছে,
চলছে না যেন ঘড়ি,
তাহার মন ও যেন গেছে,
বিষণ্ণতায় ভরি।


কচ জমেছে মন গগনে,
আধারে গিয়েছে ঢাকি,
তোমাকে না পাওয়ার কষ্টে,  
আমার সদায় সিক্ত আঁখি।