ওগো প্রণয়িনী কাছে এসো সকল ত্রপা ভুলে
হৃদয়ের সব প্রীতি আজি দেব তোমায় তুলে।  
তবে কেন এত দ্বিধা-দ্বন্দ্ব, কেন স্বল্পভাষিতা?  
কাছে আসতে কেন তোমার অবিমৃষ্যকারিতা?

অনন্ত এই বিশাল সিন্দুর আমরা নীহার বিন্দু,    
ভালবেসে করব সৃজন আমরা প্রেমের সুবিন্দু,
আসুক যতই বাধা তবু তোমার-আমার প্রীতি,
ইতিহাসে সাক্ষী রাখব আমাদের প্রেম স্মৃতি।
  
অবাক হয়ে দেখি তোমার ঐ ঊর্মি ভাঙ্গা কেশ,
একশ বছর দেখলেও তবু দেখা হবে না শেষ।
চাঁদও যেন হার মেনে যায় দেখে তোমার বদন,
হাজার বছর দেখলেও তোমায় ভরবেনা এ মন।


এমন করে বিধাতা তোমার গড়ছে দেহখান,
কেমন করে গাইব আমি ঐ রূপের গুণগান।  
বিনেতা যদি দিত আমায় হাজার বছর জীবন,  
সারা জীবন করতাম বিধির দানের প্রশংসন।


সময় যে হায়, এত নির্মম! হবেই তার সমাপ্তি,
এ জীবনে শেষ হবে না তোমার আমার প্রাপ্তি।
তাইতো আর নয় দ্বিধা-ভয়, আর নয় বিনতি,
কীলকে জড়িয়ে রাখি তোমার আমার পিরিতি।